সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক

আটককৃত ডাকাত রাসেল হাওলাদার (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

Location :

Bagerhat
সুন্দরবনে অস্ত্রসহ আটক ডাকাত
সুন্দরবনে অস্ত্রসহ আটক ডাকাত |নয়া দিগন্ত

বাগেরহাট প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ মোংলার কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী রাসেল হাওলাদার (৪০) আটক হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানান।

সিয়াম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কোস্ট গার্ডের সদস্যরা মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী রাসেলকে আটক করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বৃহষ্পতিবার সকালে কোস্ট গার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট থেকে দুটি একনলা বন্দুক এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত রাসেল হাওলাদার (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।