জামালপুর-২ আসনে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহ-সভাপতি একে এম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীসহ দলের শীর্ষস্থানীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
জামালপুর-২ আসনে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
জামালপুর-২ আসনে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন |ছবি : নয়া দিগন্ত

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর সমর্থকদের বিরুদ্ধে অপর মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান সমর্থকদের উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর সাড় ১২টার দিকে পৌর শহরের ধর্মকুড়া এলাকায় শরিফুল ইসলাম খান ফরহাদ নিজেই এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মনোনয়ন বঞ্চিত ফরহাদ খান অভিযোগ করেন- গত বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মলমগঞ্জ বাজার এলাকায় তার কর্মীসর্মথকদের ওপর হামলা করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর নেতাকর্মী-সমর্থকরা তার সমর্থকদের ওপর চালাযন। এতে চারজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

একই দিন বেলা দেড়টার দিকে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি। ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

তিনি বলেন, বিএনপি একটি বড় দল, এই দলে একাধিক যোগ্য মনোনয়ন প্রত্যাশী থাকবেন এটাই স্বাভাবিক। তেমনি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক দুইবারের সফল এমপি সুলতান মাহমুদ বাবু, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম ও শরিফুল ইসলাম খান ফরহাদও দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল গত ১৭ বছর স্বৈরাচার বিরোধী আনদোলন-সংগ্রাম, নেতাকর্মীদের মামলাহামলা থেকে রক্ষার সহযোগিতা ও জনপ্রিয়তাসহ নানা দিক যাচাই-বাছাই করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুলতান মাহমুদ বাবুকে জামালপুর-২ (ইসলামপুর) আসনে মনোনয়ন দিয়েছেন।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে ফরহাদ খান অভিযোগ করেছেন, দলের নমিনি সুলতান মাহমুদ বাবুর সর্মথকরা তার সমর্থকদের ওপর হামলা করেছেন। তার এই অভিযোগ মোটেও সত্য নয়।

নুরুল ইসলাম নবাব আরো বলেন, গত ১৭ বছর স্বৈরাচার বিরোধী আনদোলন-সংগ্রাম, নেতাকর্মীদের মামলাহামলা থেকে রক্ষাসহ সকল বিষয়ে বুকে আগলে রেখে নেতৃত্ব দিয়েছন সুলতান মাহমুদ বাবু। তিনি একমাত্র নেতা যিনি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী রাশেদ মোশারফে হারিয়ে এই আসনটি বিএনপিকে উপহার দিয়েছিলেন। এজন্য ফের তিনি মনোনয়ন পেয়েছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহ-সভাপতি একে এম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীসহ দলের শীর্ষস্থানীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।