পাবনায় ট্রাকের চাপায় স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

পাবনায় ট্রাকচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত, আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএম আলাউদ্দিন, পাবনা

Location :

Pabna Sadar
পাবনায় ট্রাকের চাপায় স্কুল-শিক্ষার্থীসহ নিহত ৩
পাবনায় ট্রাকের চাপায় স্কুল-শিক্ষার্থীসহ নিহত ৩ |নয়া দিগন্ত

পাবনার সদর উপজেলায় ট্রাকের চাপায়‌ ভ্যানযাত্রী তাসনিয়া ও তোহা নামের দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাসনিয়া, তোহা ও ভ্যানচালক আকরামের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুই শিক্ষার্থী পাবনার জালালপুরের পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান পুষ্পপাড়া থেকে জালালপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বাঁশবোঝাই একটি ট্রাক আসছিল। পথে আরেকটি গাড়িকে বাঁচাতে ব্রেক করলেই ট্রাকটি ভ্যানের ওপরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালক নিহত হন। এ ঘটনায় আহত সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত বলা যাবে।’