ঝালকাঠির কাঁঠালিয়ায় ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাদের ঝালকাঠি কোর্টে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুস ছত্তার (৬৭), শৌলজালিয়া ইউনিয়ন কৃষক লীগ নেতা মো: তোফাজ্জল হোসেন (৬৮) ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম ছগির জমাদ্দার (৩৩)।
জানা যায়, শুক্রবার রাতে উপজেলার আওরাবুনিয়া থেকে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুস ছত্তারকে, কাঁঠালিয়া সদর থেকে শৌলজালিয়া ইউনিয়ন কৃষকলীগের নেতা মো: তোফাজ্জল হোসেনকে এবং উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম ছগির জমাদ্দারকে গ্রেফতার করে পুলিশ।
কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নাছের রায়হান জানান, গ্রেফতারকৃত তিনজনকে ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে।



