আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সেখানেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়, মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এস এ জিন্নাহ কবির।
এর আগে, ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন ঘোষণা স্থগিত ছিল। এতে জেলাজুড়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে তৈরি হয় নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। শেষ পর্যন্ত বৃহস্পতিবারের ঘোষণার মধ্য দিয়ে সেই অনিশ্চয়তার অবসান হলো।
অন্যদিকে মানিকগঞ্জ-৩ আসনে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কন্যা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা এবং মানিকগঞ্জ-২ আসনে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে প্রার্থী হিসেবে আগেই ঘোষণা করা হয়েছিল।
দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন এস এ জিন্নাহ কবির। বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ সাধারণ মানুষও ফেসবুকে স্ট্যাটাস, ছবি ও শুভেচ্ছা বার্তায় ধানের শীষ প্রতীকে তাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছেন।
দলীয় মনোনয়ন পেয়ে প্রতিক্রিয়ায় এস এ জিন্নাহ কবির বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।
তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করব। পাশাপাশি এই অঞ্চলে শিল্প ও পর্যটন কেন্দ্র গড়ে তুলে এলাকাকে বাণিজ্যিক শিল্পনগরীতে রূপান্তর করা হবে।’
উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু ও জেলা বিএনপির নেতা তোজাম্মেল হক তোজা।



