বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার

বুধবার বেলা ১২টার দিকে যমুনা ঘাটের পেছনে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ
ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লা সরকারি তেল ডিপো যমুনা ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ইদ্রিস আলী ব্যাপারী (৪৫) নামে এক নৌকার মাঝির লাশ উদ্ধার করেছে পাগলা নৌ-পুলিশ।

আজ বুধবার বেলা ১২টার দিকে যমুনা ঘাটের পেছনে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ইদ্রিস আলী ব্যাপারী শরিয়তপুর জেলার শখিপুর থানার চরজিন কিং গ্রামের বাসিন্দা মরহুম সিদ্দিক আলী ব্যাপারীর ছেলে। তিনি ঢাকার শ্যামপুর তেলঘাট এলাকায় বসবাস করতেন এবং পেশায় একজন নৌকার মাঝি ছিলেন।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, তিন দিন আগে দুপুর ১টার দিকে নৌকা চালানোর সময় অসাবধানতাবশত ইদ্রিস আলী মাঝ নদীতে পানিতে পড়ে যান এবং তলিয়ে যান। বুধবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও নিহতের স্বজনেরা যমুনা ঘাটে উপস্থিত হয়ে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন।