কুষ্টিয়া-৪ আসনে জামায়াত প্রার্থী আফজালের সমাবেশে নেতাকর্মীদের ঢল

কুমারখালী তাঁত পণ্য বাংলাদেশসহ ইউরোপের বাজারে বেশ কদর ছিল। কিন্তু সেই শিল্পটি আজ প্রায় ধ্বংসের পথে। জামায়াত ক্ষমতায় এলে কুমারখালীর তাঁত শিল্পকে আধুনিক তাঁত শিল্পে রূপান্তরিত করা হবে।

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kushtia
জামায়াত প্রার্থীর সমাবেশে নেতাকর্মীদের ঢল
জামায়াত প্রার্থীর সমাবেশে নেতাকর্মীদের ঢল |নয়া দিগন্ত

আগামী ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে কুমারখালীতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপজেলার তরুন মোড় থেকে গণমিছিলটি শুরু করে খোকন মোড়, হল বাজার, গনমোড় ও বাসস্ট্যান্ড হয়ে কুমারখালী পৌর টার্মিনালে এসে শেষ হয়।

গণমিছিল শেষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমারখালী উপজেলার জামায়াতের আয়োজিত গণমিছিল ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন।

কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া, খোকসা উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম ও কুমারখালী পৌর আমির অ্যাডভোকেট রবিউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য আফজাল হোসেন নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘কুষ্টিয়ার কুমারখালী তাঁত পণ্য বাংলাদেশসহ ইউরোপের বাজারে বেশ কদর ছিল। কিন্তু সেই শিল্পটি আজ প্রায় ধ্বংসের পথে। আগামী দিনে জামায়াত ক্ষমতায় এলে কুমারখালীর তাঁত শিল্পকে আধুনিক তাঁত শিল্পে রূপান্তরিত করা হবে।‘

এছাড়া কুমারখালী ও খোকসায় হাজার হাজার একর জমি জলাবদ্ধতায় আটকে আছে। এ সকল জলাবদ্ধতা দূর করে তিন ফসলি জমিতে রূপান্তরিত করা হবে বলেও জানান জামায়াতের এ নেতা।

একইসাথে তিনি নির্মাণের থেকে কয়েকগুণ বেশি টোল আদায় হওয়া সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল আদায় বন্ধের জোর দাবি জানান। পরে আগামী দিনে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চান।

গণমিছিলে উপজেলার ১১টি ইউনিয়নর ও কুমারখালী পৌরসভার জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।