মিয়ানমারে খাদ্যদ্রব্য পাচারকালে হাতিয়ায় ১২ পাচারকারী আটক

হাতিয়ার চেয়ারম্যানঘাটের কাছে মেঘনায় বিশেষ অভিযানে কোস্টগার্ড ৩১ লাখ টাকার হলুদ, ডাল-বাদামসহ খাদ্যদ্রব্য মিয়ানমার পাচারের সময় জব্দ করে এবং ১২ পাচারকারীকে আটক করেছে; তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
মিয়ানমারে খাদ্যদ্রব্য পাচারকালে হাতিয়ায় ১২ পাচারকারী আটক
মিয়ানমারে খাদ্যদ্রব্য পাচারকালে হাতিয়ায় ১২ পাচারকারী আটক |নয়া দিগন্ত

চোরাচালানকৃত ৩১ লাখ ৩৪ হাজার টাকার বাংলাদেশী খাদ্যদ্রব্য মিয়ানমারে পাচারকালে জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় আটক করা হয়েছে ১২ পাচারকারীকে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল থেকে রাত ২টা পর্যন্ত কোস্টগার্ডের একটি দল হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট-সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ২৪৭ বস্তা হলুদ, ২৩৩ বস্তা মাসকলাই ডাল ও ৩২ বস্তা কাঠ বাদাম জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩১ লাখ ৩৪ হাজার টাকা। এ সময় আটক করা হয় ১২ পাচারকারীকে।

মিডিয়া কর্মকর্তা বলেন, জব্দকৃত বোট, আলামত ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।