গাজীপুরের গাছায় ক্যারম খেলার সময় রাজনৈতিক বিষয়ে কথাকাটাকাটিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হালিম মণ্ডল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে থানার শরিফপুরের বালুর মাঠ এলাকার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হালিম মণ্ডল ও তার বন্ধু আদিপের মধ্যে ক্যারম খেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আদিপ ও তার সহযোগীরা হালিমের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হালিমকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ সময় জিএমপি উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ), এসি গাছা জোন ও ওসি গাছা থানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ক্যারম খেলার সময় সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তুচ্ছ বিষয়ে বন্ধুদের দ্বারা হালিম ছুরিকাহত হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় মহিউদ্দিন রয়েল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।