ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দু’টি পৃথক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে মুক্তাগাছা পৌরসভা এবং দাওগাঁও ইউনিয়নের উদ্যোগে এই দু’টি শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
উভয় শিক্ষাশিবিরেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রথম শিক্ষাশিবিরটি মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে আব্বাছিয়া কামিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা পৌরসভার আমির মাওলানা আফতাবুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো: শামছুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ মুজাহিদ, উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোস্তফা রায়হান এবং পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মেহেদি হাসান।
দ্বিতীয় কর্মী শিক্ষাশিবিরটি দাওগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে একই দিনে অনুষ্ঠিত হয়। দাওগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো: আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে মতিউর রহমান আকন্দ ছাড়াও মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো: শামছুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ মুজাহিদ এবং উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোস্তফা রায়হান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উভয় শিক্ষাশিবিরে সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করে।