মহেশপুরে মোটরসাইকেল ও লাটা হাম্বার সংঘর্ষে যুবক নিহত

আহত সাইদুরকে স্থানীয় লোকজন উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় তার মৃত্যু হয়।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Maheshpur
মহেশপুরে মোটরসাইকেল ও লাটা হাম্বার সংঘর্ষে যুবক নিহত
মহেশপুরে মোটরসাইকেল ও লাটা হাম্বার সংঘর্ষে যুবক নিহত |নয়া দিগন্ত

ঝিনাইদাহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান(১৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান শ্যামকুড় গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি সরকারি পদ্মপুকুর ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এলাকাবাসী জানায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন সাইদুর। পথে সরিষাঘাটা এলাকায় পৌঁছালে একটি ‘লাটা হাম্বা’ (ইঞ্জিনচালিত স্থানীয় যানবাহন) ওভারটেক করার সময় সেটির সাথে সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় মৃত্যু হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সাইদুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’