মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম আনারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার আশরাফপুর গ্রামে তার নিজস্ব ইটভাটা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, আনারুল ইসলামের নামে গত ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের একটি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।
আনারুল ইসলাম গত ৮ মে নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইবরাহীম শাহীনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ আগস্ট-পরবর্তী সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে অপসারিত হন তিনি।