পাকুন্দিয়া পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৪৯ কোটি ১৫ লাখ ৮২ হাজার ৮০৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভার হলরুমে পাকুন্দিয়া পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মামুন সরকার এবং পাকুন্দিয়া পৌর নির্বাহী কর্মকর্তা (অতি: দা:) ও সহকারী প্রকৌশলী মো: নাজমুল জিসান যৌথভাবে এই বাজেট ঘোষণা করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন।

বাজেটে পাকুন্দিয়া পৌরসভার বিভিন্ন রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩০৬ টাকা। উন্নয়ন তহবিল থেকে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৪৪ কোটি ৭১ লাখ ৩৩ হাজার ১২২ টাকা। বিভিন্ন উন্নয়ন প্রকল্প খাতে প্রস্তাবিত সর্বমোট আয় ধরা হয়েছে ৪৯ কোটি ৫১ লাখ ৩ হাজার ৪২৮ টাকা। এ ছাড়াও বাজেটে রাজস্ব, উন্নয়ন ও প্রকল্পের সর্বমোট ব্যয় ৪৯ কোটি ১৫ লাখ ৮২ হাজার ৮০৬ টাকাসহ সর্বমোট উদ্বৃত্ত ৩৫ লাখ ২০ হাজার ৬২২ টাকা দেখানো হয়েছে।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহজাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূইয়া, উপজেলা প্রকৌশলী মো: যুবায়েত হোসেন, পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো: নাজিবুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইদ্রীস আলী সরকার, পৌরসভার হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক ও কর আদায়কারী মো: রফিকুল ইসলাম প্রমুখ।