নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপেজলার চৌমুহনী সুগন্ধা কমিউনিটি সেন্টারে নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান দীপু, জেলা যুবদলের সহ-সভাপতি কুতুব উদ্দিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন, আব্দুল বাতেন সুজন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক সায়েম হোসেন সুমন, আব্দুর রশিদ মাসুদ, জামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, পৌর যুবদলের সদস্য সচীব জি এস নিজাম উদ্দিন প্রমুখ।



