সিলেটে চা বাগান থেকে তরুণীকে গলা কাটা অবস্থায় উদ্ধার

সিলেটে চা বাগান থেকে গুরুতর আহত অবস্থায় গলা কাটা তরুণী উদ্ধার

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ
এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ |ফাইল ছবি

সিলেটে নগরীর চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীকে গলা কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকার চা বাগান থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বৃষ্টির মধ্যে স্থানীয় কয়েকজন চা বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তরুণীটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল। পরে তারা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তরুণীটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।

এ তথ্যটি নিশ্চিত করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষ দেব জানান, বিমানবন্দর থানা পুলিশ তরুণীটিকে মুমূর্ষু অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক নয়া দিগন্তকে জানান, ‘ওই তরুণীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। তার বাড়ি হবিগঞ্জ জেলায় বলে আকার-ইঙ্গিতে বুঝানোর চেষ্টা করছেন।’