রংপুরে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রি-পেইড মিটার বন্ধের ব্যাপারে জেলা প্রশাসনের আদেশ জারি না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
এ সময় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশকান্তি নাগ বলেন, ‘জেলা প্রশাসন থেকে একটি সিদ্ধান্ত ছিল বাসাবাড়িতে প্রি-পেইড মিটার লাগানো যাবে না। কিন্তু সে নির্দেশ উপেক্ষা করে নেসকো আবারো প্রি-পেইড, মিটার জোর করে বাসাবাড়িতে স্থাপন করছে। এ বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। ৩০ ডিসেম্বরের মধ্যে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।’
আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী বলেন, ‘প্রিপেইড মিটার অবিলম্বে বন্ধ করতে হবে, মাসিক ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় বন্ধ করতে হবে। গণশুনানী ব্যতিত কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতের অনিয়মের স্বেতপত্র প্রকাশ করতে হবে। ঘুষ, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে বিদ্যুৎ বিভাগকে সেবামুলক প্রতিষ্ঠানে রুপান্তর করতে হবে। এগুলো করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’



