বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে মুজিবের লগো সম্বলিত লিফলেট বিতরণ কেডিএর

সোমবার সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে শুরু হয় বসতি দিবসের অনুষ্ঠানাদি।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনায় বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে কেডিএ’র মুজিব লগো সম্বলিত লিফলেট বিতরণ
খুলনায় বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে কেডিএ’র মুজিব লগো সম্বলিত লিফলেট বিতরণ

খুলনার শিল্পকলা একাডেমিতে সোমবার (৬ অক্টোবর) একটি সরকারি অনুষ্ঠানে মুজিব দিবসের লগো সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) এমন কাজে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেরেছে অনুষ্ঠানে আসা মানুষেরা। কেডিএ’র কর্মকর্তাদের অনেকে বিষয়টি না জানার ভান করছেন, আবার কেউ ক্ষমা চান। এ নিয়ে নগরজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে শুরু হয় বসতি দিবসের অনুষ্ঠানাদি। যার মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানকে ঘিরে ছিল নানা অসঙ্গতিও।

আলোচনা সভায় সকল অতিথি ও আমন্ত্রিতদের হাতে তুলে দেয়া হয় মুজিব লগো সম্বলিত লিফলেট। আওয়ামী লীগ আমলে যেভাবে লিফলেট ছাপানো হতো, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর পরও দেখা গেলো একই জিনিস। কেডিএ’র এমন কার্যক্রমে ক্ষুব্ধ হন উপস্থিত অনেকেই এবং প্রতিবাদ করেন সভাস্থলেই। তারা বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজ গণঅভ্যুত্থানের চেতনাকে অসম্মান করেছে।

মুজিব লগো সম্বলিত ওই লিফলেটে দেখা যায় পরিকল্পনা শাখার নাম। তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেনে পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মদ। তিনি বলেন, ‘লিফলেট কমিটিতে আমি ছিলাম না। তাই এর কোনো দায়ভার আমি নিতে পারবো না।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘ভুল হয়েছে কি না, যারা এর সাথে জড়িত তাদের কাছে জিজ্ঞাসা করেন।’

এদিকে, এমন অপ্রত্যাশিত কাজের জন্য ভুল স্বীকার করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন। তিনি বলেন, ‘ভুলবশত এই লিফলটগুলো চলে এসেছে।’

সকলের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার কথা জানান।