ফরিদপুরের ভাঙ্গায় বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

হাতবোমা তৈরির সময় বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার ও বারুদসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
বোমা তৈরির সরঞ্জামসহ আটক।
বোমা তৈরির সরঞ্জামসহ আটক। |নয়া দিগন্ত

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার একটি বাড়িতে হাতবোমা তৈরির সময় বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার ও বারুদসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় বোমা তৈরির তিন কারিগরকে আটক করে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরক তৈরি করা হচ্ছিল।

আটকরা হলেন সুনামগঞ্জ ধর্মপাশার জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২), টাঙ্গাইল নগরপুর, সলিমবাদের আলতাফ সমাদ্দারের ছেলে হোসেন রাজ ইসলাম (২৬), ও গাজিপুরের জয়দেবপুরের জামতলার নুর মোহাম্মদের ছেলে রাকিব মোল্লা (২৪)।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, ওই বাড়িটি সৌদি প্রবাসী টিটু সরদার নামে জনৈক ব্যক্তির। সেখানে একটি ঘরের মধ্যে পেট্রোল বোমা ও ককটেল বানানো হচ্ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার ওই বাড়িতে পেট্রোল বোমা তৈরির খবর জেনে ভাঙ্গা থানার পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত একটি ঘর থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়।