বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীতে কেক কেটে উদযাপন করা হয়েছে দেশের অন্যতম জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে সংবাদদাতা ইকবাল হোসেন লিমনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রেসক্লাবের একাধিক সিনিয়র সাংবাদিকসহ উপজেলার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বোয়ালমারী প্রেসক্লাবের সহ-সভাপতি ও সমকালের বোয়ালামারী উপজেলা প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম বলেন, নয়া দিগন্ত পত্রিকা তার নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়নে অবদান রেখে চলেছে।
এ সময় তিনি বোয়ালমারী সংবাদদাতা ইকবাল হোসেন লিমনের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এর আগে কেউ এমনভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেননি, যা সত্যিই প্রশংসনীয়।’
এ সময় মধ্যেরগাতী সরকারি প্রাকমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার শেখ বলেন, সাংবাদিকতা একটি পবিত্র দায়িত্ব, যা সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করে। লিমন নয়া দিগন্ত পত্রিকার মাধ্যমে বোয়ালমারীর সঠিক সংবাদ তুলে ধরে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, নয়া দিগন্ত বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক, যা প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। স্থানীয় সাংবাদিকতার মান ধরে রাখার ক্ষেত্রেও প্রশংসনীয় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, অর্থ সম্পাদক জাকির হোসেন, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমির চারু বাবলু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, বিবার্তা প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, দৈনিক ঘোষণা স্টাফ রিপোর্টার জাহিদ হাসান চঞ্চল, সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, আজকের বাংলা প্রতিনিধি মুকুল বোস, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল ইসলাম, সংবাদ প্রবাহ প্রতিনিধি ইমরান মোল্যা প্রমুখ।



