নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল হাসানকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের পাশে ইটারি রুফটপ রেস্টুরেন্টের সামনে থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।
আটক তৌহিদুল হাসান আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাইতুননুর পাড়ার আমির হামজার ছেলে।
জানা গেছে, আমিরাবাদ ইউনিয়নে ৫ আগস্টের আগে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজিসহ বিভিন্নভাবে অপরাধে জড়িত ছিল। বৈষম্যবিরোধী মামলার এজাহারনামীয় আসামি এবং তার নামে লোহাগাড়া থানায় ৫টি মামলা আছে।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে ৬টার সময় তৌহিদুল ইসলাম নামের একজনকে আটক করতে সক্ষম হয়েছি। সে বৈষম্যবিরোধী মামলার এজাহারনামীয় আসামি এবং মোট ৫টি মামলা আছে তার নামে।’



