পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেলের চাপায় সামিয়া আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে কাউখালী-ভিটাবাড়িয়া সড়কে চিরাপাড়া সালেক চেয়াম্যানের বাড়ির দরজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিয়া চিরাপাড়া গ্রামের দুলাল মোল্লার মেয়ে ও চিরাপাড়া এমই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রোণির শিক্ষার্থী।
জানা গেছে, কাউখালী হাসপাতালে চিকিৎসা শেষে মায়ের সাথে অটোরিকশায় বাড়ি ফেরে সামিয়া। অটোরিকশা থেকে বাড়ির সামনে নেমে তার মা ভাড়া দিচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলে ধাক্কা দেয় সামিয়াকে। সেটি সামিয়াকে টেনে-হিছড়ে প্রায় ১০ মিটার নিয়ে যায়। স্থানীয়রা সামিয়াকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান জানান, অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।