বরিশালে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা

অতিথিরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল জেলায় পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা
বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা |নয়া দিগন্ত

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’— স্লোগান নিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এতে নারীদের অন্বেষণে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতরের আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আহসান হাবিব। সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলাম, মহিলাবিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি। এ সময় মহিলাবিষয়ক অধিদফতরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য এবং সংবর্ধিত নারী অদম্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুরুতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। অতিথিরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল জেলায় পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।