‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেছেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
রোববার (১৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সবাইকে যার যার বাড়ির আঙ্গিনায় জায়গা বুঝে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, ‘বাড়ি ছাড়াও সরকারি রাস্তার পাশেও আপনারা বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা লাগাতে পারেন। এতে করে নিজেরাও লাভবান হতে পারবেন এবং দেশের প্রকৃতি ও পরিবেশও ভালো থাকবে। শুধু তাই নয় এ গাছ থেকে পাখি ও প্রাণীরাও তাদের খাদ্য এবং বাসস্থানের সংস্থান খুঁজে পাবে।’
আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক অতিথিসহ বৃক্ষ মেলার বিভিন্ন নার্সারী স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন। এবার মেলায় ৪০টি স্টল নিয়ে নার্সারি মালিকরা অংশ নিয়েছেন।