কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা
ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ৭৯৫/৭৯৬ আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কালুখালী জংশনে যাত্রাবিরতী দেবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পি) (পশ্চিম) মো: আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
ট্রেনটি ঢাকা থেকে বুধবার ছাড়া প্রতিদিন রাত ১১ টা ৩০ মিনিটে বেনাপোল এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কালুখালী জংশনে রাত ০২টা ২০ মিনিটে পৌছে রাত ০২ টা ২২ মিনিটে ছেড়ে যাবে। বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ১২টা ২৫ মিনিটে ছেড়ে এসে কালুখালী জংশনে বিকেল ০৫ টা ১০ মিনিটে পৌঁছাবে এবং ঢাকার উদ্দেশ্যে বিকেল ০৫ টা ১২ মিনিটে ছেড়ে যাবে। কালুখালী থেকে ঢাকা আন্তঃনগর শোভন চেয়ারের ভাড়া ৩৬৫ টাকা।
কালুখালী সহ আশপাশের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবিতে কালুখালী জংশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি প্রদান করায় রেলপথ মন্ত্রণালয়কে ধন্যবাদ এবং এই স্টপেজের জন্য যারা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।