নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় মো: আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেন ও নাদিরা বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মগঞ্জ এলাকার চালক মো: সাগর (৩০) দ্রুতগতিতে ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় শিশু আব্দুল্লাহকে ধাক্কা দেন। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় চালক নিজেই শিশুটিকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।