বরিশালের চরকাউয়া খেয়াঘাট ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। খেয়াঘাট ব্যবস্থাপনায় চলমান অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধসহ যাত্রীসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন নদীবন্দরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লা, চাঁদপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত, শিক্ষকনেতা মোকলেসুর রহমান ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এ খেয়াঘাট দিয়ে প্রতিদিন লাখের অধিক মানুষ নদী পারাপার করছে। ভোলা, পটুয়াখালীর বাউফল ও ধুলিয়াসহ পূর্বাঞ্চলের মানুষ দ্রুত সময়ে বরিশালে আসা-যাওয়া করছে। দীর্ঘ সতেরো বছর পর কিছু অসাধু ও প্রভাবশালী মহল সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থাকে পুঁজি করে নিজেরা লাভবান হওয়ার জন্য বিআইডব্লিউটিএ’র সহায়তায় ব্যাবসা করার অপচেষ্টায় নেমেছে।
তারা বলেন, যারা জনগণের সুযোগ-সুবিধা নিয়ে ছিনিমিনি খেলছে এবং মানবতার শত্রু হিসেবে কাজ করছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। খেয়াঘাট ইজারা নিয়ে যে অনিয়ম চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ সময় বক্তারা পূর্বাঞ্চলের সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন কর্মসূচিতে চরকাউয়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



