পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল সাত্তারের ভাড়াটিয়ার বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আরিফা বরিশালের গৌরনদীর টরকি বন্দরের বারোগতি এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী রিফাত একই এলাকার মরহুম আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করে নিজ এলাকা ছেড়ে কুয়াকাটায় এসে বসবাস শুরু করেন ওই দম্পতি। প্রেমের বিয়ে হওয়ায় উভয় পরিবারের সাথে তাদের তেমন যোগাযোগ ছিল না। রিফাত কুয়াকাটার একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই কলহ ও ঝগড়া হতো। রাতে হঠাৎ ঘর থেকে কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের ভেতরে আরিফাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামী রিফাত ঘরের পাশে বসে কান্নাকাটি করছিলেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, রিফাতের কথা অসংলগ্ন হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



