নাটোরের অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের দায়ে মোহাম্মদ হাসিবুল ওরফে মোহম্মদ আলী (১৬) নামে এক কিশোরকে ১০ বছরের আটকদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।
আটক আদেশপ্রাপ্ত মোহাম্মদ হাসিবুল ওরফে মোহাম্মদ আলী একই এলাকার মো: কামাল জোয়াদ্দারের ছেলে।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার কামারদিয়ার এলাকায় আসাদ মোল্লা ২০১৮ সালের ১১ মে সন্ধ্যায় অটোরিকশা নিয়ে নাটোর শহরে ভাড়ার উদ্দেশ্যে বাহির হয়। সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনও ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন ১২ মে সকালে পরিবারের লোকজন লোক মুখে জানতে পারেন নাটোর সদর থানার হালসা রোডের ছয় আনা ব্রিজের কাছে একটি লাশ পড়ে আছে। তারা সেখানে গিয়ে নিহত অটোচালক আসাদ মোল্লার লাশ সনাক্ত করেন। এ ঘটনায় নিহত আসাদ মোল্লার পিতা মো: সিরাজ উদ্দিন মোল্লা নাটোর সদর থানায় একটি হত্যা মামলা করেন।
নাটোর জজ কোর্টের সরকারি কৌশুলি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত রোববার আসামি মোহাম্মদ হাসিবুল ওরফে মোহম্মদ আলী অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন । আসামী আটকের দিন থেকে এই রায় কার্যকর হবে।



