সৈয়দপুরে জামায়াতের সমাবেশে চেয়ারম্যান-মেয়র পদে প্রার্থী ঘোষণা

ডাকসু নির্বাচনে ছাত্ররা যোগ্যতা ও মননশীলতা দিয়ে সঠিক নেতা নির্বাচন করেছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনেও এমন বিপ্লব ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

Location :

Nilphamari
সৈয়দপুরে জামায়াতের সমাবেশ
সৈয়দপুরে জামায়াতের সমাবেশ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সৈয়দপুরের আল ফারুক একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা নায়েবে আমির শফিকুল ইসলাম এবং পৌর মেয়র পদে পৌর আমির শরফুদ্দিন খানকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল কাদিম এবং বায়তুল মাল সম্পাদক আব্দুল কাদের।

উপজেলা সেক্রেটারি মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমির মাওলানা লুৎফর রহমান, বর্তমান নায়েবে আমির শফিকুল ইসলাম, শহর আমির শরফুদ্দিন খান এবং সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘বিগত দিনের গুম, খুন, হত্যা, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে দেশের মানুষ অতিষ্ঠ। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের সাথে সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলনে অংশ নিয়েছে।’

তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্ররা যোগ্যতা ও মননশীলতা দিয়ে সঠিক নেতা নির্বাচন করেছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনেও এমন বিপ্লব ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি দায়িত্বশীলদের আগামী ২০২৬ সালের মধ্যে রোকন হওয়ার তাগিদ দেন এবং বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করলে নীলফামারী-৪ তথা সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হবে। এজন্য এখন থেকেই সংগঠনের কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

উল্লেখ্য, সমাবেশে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ও ইউনিটের শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।