নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র ও পানি ঘোলা করে লাভ হবে না। তারেক রহমান নির্দেশ দিলে ৫ মিনিটের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পানি পরিষ্কার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এবং মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন ও জেলা সদস্যসচিব আনিছুর রহমান লাকুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় আসাদুল হাবিব দুলু আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। কোনো ষড়যন্ত্র, কোনো পানি ঘোলা করে নির্বাচনকে বানচাল করা যাবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ফোন দেবেন- টেকনাথ থেকে তেতুলিয়া ৫ মিনিটে পানি পরিষ্কার করতে পারেবো।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়েছেন। এই খাঁটি সোনা নিয়ে আগামী দিনে একটি সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, সম্মৃদ্ধির বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়তে চাই।
পরে আসাদুল হাবিব দুলুসহ মহানগর ও জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জীবনবীমা মোড়, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সুপার মার্কেট মোড়, নগর ভবন, কাচারী বাজার হয়ে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।