মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৪টার দিকে জেলার সিরাজদিখানের সীমান্তবর্তী ধলেশ্বরী সেতুর ঢালে (টোল প্লাজার অদূরে) এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ।
রোববার দুপুরে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক নয়া দিগন্তকে জানান, ঢাকাগামী কোয়েল পাখিবাহী একটি পিকআপ ভ্যানের পেছনে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয় এবং পিকআপে থাকা অপর একজন আহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। লাশ হাঁসাড়া হাইওয়ে থানায় রয়েছে।



