নির্বাচনে পেশিশক্তি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই : মোবারক হোসাইন

শনিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বাজার বালুর মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
বক্তব্য রাখেন মোবারক হোসাইন
বক্তব্য রাখেন মোবারক হোসাইন |নয়া দিগন্ত

নির্বাচনে পেশিশক্তি ও টাকার খেলা বন্ধ করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জেলা আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের দলীয় মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বাজার বালুর মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোবারক হোসাইন বলেন, ‘প্রচলিত নির্বাচন পদ্ধতিতে প্রভাবশালী মহল সবসময় টাকা, পেশিশক্তি ও প্রশাসনিক কর্তৃত্ব ব্যবহার করে সাধারণ ভোটারদের ওপর প্রভাব বিস্তার করে। ফলে প্রকৃত জনপ্রতিনিধিরা সংসদে পৌঁছাতে পারেন না। কিন্তু পিআর পদ্ধতি চালু হলে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টন হবে। এতে সন্ত্রাসের রাজনীতি ও টাকার খেলা বন্ধ হবে। জনগণের মতামতই হবে আসল শক্তি।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতিমুক্ত ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের ভাগ্য পরিবর্তনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।’

ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলিম বকশির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা অফিস সম্পাদক ও আশুগঞ্জ-সরাইল নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট মনিরুজ্জামান, সদস্য সচিব শাজাহান ভূইয়া ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

সভায় অন্য বক্তারা বলেন, কিছুদিন আগে বিএনপির এক সম্ভাব্য প্রার্থী দাবি করেছিলেন জনগণ পিআর পদ্ধতি বোঝে না। অথচ তিনিই গত সংসদে পিআর সিস্টেমে নির্বাচিত হয়েছিলেন। এটি প্রমাণ করে জনগণকে বিভ্রান্ত করে ব্যক্তিস্বার্থে ক্ষমতায় আসতে চাওয়ার সাথে বাস্তবতার কোনো মিল নেই।

এ সময় বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে ইসলামী কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলনকে বেগবান করার জন্য কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।