নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক, সম্পাদক সজিব

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব
নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব |সংগৃহীত

নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো: রেদুওয়ানুল রহমান রওনককে সভাপতি ও সজিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৭৩ সদস্য বিশিষ্ট এ আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৭ সেক্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে নওগাঁ জেলা দফতরে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।’

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি রেদওয়ানুল রহমান রওনক এ প্রতিবেদককে বলেন, তারা সংগঠনের নীতি-আদর্শ অনুসরণ করে ছাত্রসমাজের অধিকার আদায়ে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে কাজ করবেন। তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।