ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ ওসমান হাদির শাহাদত বরণে শোকর্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব হল ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারাসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায় ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠস্বর এবং ন্যায়ের সংগ্রামে এক অনন্য ব্যক্তিত্ব। তাকে হারিয়ে বাংলাদেশ হারিয়েছে এক অমূল্য সম্পদ। শহীদ হাদি আমাদের মাঝে নেই। কিন্তু তার স্পিরিট ও রক্তের শক্তি আমাদের মধ্যে ছড়িয়ে আছে। একজন সত্যবাদী নেতা পৃথিবী থেকে বিদায় নিলে হাজার নেতৃত্বের জন্ম দেন। শহীদ হাদির ত্যাগ ও রক্ত সারা বাংলার তরুণদের নতুন করে জাগিয়ে তুলেছে।’
এসময় তিনি উপস্থিত সবার উদ্দেশে শপথ পাঠ করে বলেন, ‘আমরা সবাই শহীদ হাদির অনুসারী। তার চেতনা ধারণ করে অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।’



