দাগনভূঞায় চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেল দুর্বৃত্তরা

নিহত রিকশাচালক সমির কুমার দাস মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের জেলে বাড়ির কার্তিক কুমার দাস ও রিনা দাসের বড় ছেলে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
নিহত সমির কুমার দাস
নিহত সমির কুমার দাস |সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় চালককে পৈশাচিক কায়দায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নে এঘটনা ঘটে।

নিহত রিকশাচালক সমির কুমার দাস (২৭) মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের জেলে বাড়ির কার্তিক কুমার দাস ও রিনা দাসের বড় ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করে আসছিলেন সমীর। সাধারণত তিনি রাত ৮টার মধ্যে ঘরে ফেরেন। কিন্তু রোববার রাত ১০টার পরও বাড়িতে না ফেরায় দাগনভূঞার বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে স্বজনরা। একপর্যায়ে তারা বিষয়টি পুলিশকেও অবহিত করে। রাত ২টার দিকে স্থানীয় লোকজন দক্ষিণ করিমপুর মুহুরি বাড়ির পাশে সমীরের রক্তাক্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান জানান, তার নাকে কোপের দাগ রয়েছে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও মাথা থেঁতলে দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সমীরের বাবা পেশায় একজন জেলে ও ছোট ভাইও অটোরিকশাচালক। তিন বছর আগে তিনি বিয়ে করেন এবং তার ১০ মাস বয়সের একটি ছেলেসন্তান রয়েছে। দুই বোনের মধ্যে এক বোন শারিরীক প্রতিবন্ধী।