কিশোরগঞ্জের কটিয়াদীতে মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক পরিচালিত ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ চক্রের উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাঈদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: উসমান গনি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল, প্যানেল চেয়ারম্যান আ: মতিন আসাদ, মহিলা মেম্বার মোছা: আলেয়া আক্তার, ইউপি সদস্য মতিউর রহমান, দিদারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল আলম কাইয়ুম প্রমুখ।
বক্তারা বলেন, ‘ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য ও প্রান্তিক অবস্থায় থাকা নারীরা সহায়তা পাচ্ছেন। এতে তাদের খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি জীবিকা উন্নয়নের সুযোগও তৈরি হচ্ছে। উপকারভোগীরা যাতে সঠিকভাবে কার্ড ও খাদ্যশস্যের সুবিধা পান, সে বিষয়ে আমরা নিয়মিত তদারকি করছি।