সুনামগঞ্জ-৫ আসনকে (ছাতক-দোয়ারা) অপশাসন ও দুঃশাসনমুক্ত করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এবং বোগলাবাজার ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সালাম মাদানী বলেন, দেশের পূর্ববর্তী সরকারগুলোর দুর্নীতি, অপশাসন ও রাজনৈতিক অনিয়মের কারণে জনগণ ভোগান্তিতে পড়েছে। স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের মুখ দেখেনি ছাতক-দোয়ারাবাসী। অবহেলা আর অনিয়মে জর্জরিত আজ ছাতক-দোয়ারার মানুষজন।
তিনি দাবি করেন, অন্যান্য রাজনৈতিক প্রতীকের শাসন দেখার পর এবার দাঁড়িপাল্লা প্রতীককে সুযোগ দেয়ার সময় এসেছে।
সালাম মাদানী আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকায় আইনশৃঙ্খলা সেবা নিশ্চিত করবো, কিশোর গ্যাং নির্মূল করবো, খেলার মাঠ ও গণসুবিধামূলক স্থাপনা নির্মাণ করবো। মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। দুর্নীতি, ঘুষবাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ করে সুন্দর এবং মডেল ছাতক-দোয়ারা গড়ে তুলব।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: হারুন অর রশীদ, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা: হারিছ উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম।
বোগলাবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি আহমদ আলী মেম্বারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল মতিনের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মান্নান জেহাদী, ছাতনেতা আব্দুল্লাহ মোহাম্মদ রিপন ও জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



