সাদুল্লাপুরে নদীতে ৪ বন্ধুর লাফ, ভেসে উঠলো ১ জনের লাশ

হাবিব মিয়াসহ তার আরো তিন বন্ধু শৈশবের দুরন্তপনায় ওই ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে খেলছিল।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gaibandha

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খেলার জন্য ৪ বন্ধু মিলে ব্রিজ থেকে নদীর পানিতে লাফ দেয়। এ সময় হাবিব মিয়া (১২) নামের এক বন্ধু নিখোঁজের ৩ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ডুবুরি ও ফায়ার সার্ভিসের দল।

সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট বান্নির ব্রিজের নলেয়া নদী থেকে হাবিবের লাশ উদ্ধার করা হয়।

হাবিব মিয়া ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ী (জমিদার বাজার) গ্রামের আশাদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে হাবিব মিয়াসহ তার আরো তিন বন্ধু শৈশবের দুরন্তপনায় ওই ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে খেলছিল। এরই মধ্যে হাবিব মিয়া সেখানকার নলেয়া নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে অনুসন্ধান শুরু করে। এ সময় ঘটনাস্থলের অদূরে নদী থেকে হাবিব মিয়ার লাশ উদ্ধার করেছে দলটি।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইদিলপুর ইউপি সদস্য রুহুল আমিন। তিনি বলেন, পানিতে লাফ দিয়ে খেলতে গিয়ে হাবিব মিয়া নামেরে এক শিশুর মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা উচিত।