কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের সিদ্দেশ্বরী কৃষ্ণপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা।
সম্প্রতি সিদ্ধেশ্বরী কৃষ্ণপুর বাজার এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় দু’টি সংগঠন সিদ্দেশ্বরী ফেমাস ক্লাব ও কৃষ্ণপুর লিজেন্ড ক্লাব ‘মাদক-কে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’-এই শ্লোগানকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালি ও আলোচনা সভায় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সচেতনতামূলক ¯স্লোগান দেন। ‘মাদক-কে না বলুন, মাদক জুয়ার আস্তানা সিদ্দেশ্বরীতে হবে না, নেশার ফাদে পড়ে যারা সব হারিয়ে মরবে তারা, নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি’ ইত্যাদি।