হাসিনার ফাঁসির রায়ে উল্লাস প্রকাশ করে ইবি শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ

ঝাল চত্বরে শেখ হাসিনার রায় শুনানি প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল পর্দায় দেখানোর ব্যবস্থা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। এ সময় সরাসরি রায় দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা।

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
হাসিনার ফাঁসির রায়ে উল্লাস প্রকাশ করে ইবি শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ
হাসিনার ফাঁসির রায়ে উল্লাস প্রকাশ করে ইবি শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ |নয়া দিগন্ত

জুলাই-অাগস্ট গণঅভ্যুত্থানের সময় সঙ্ঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে উল্লাস করছে সারাদেশসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এতে খুশি হয়ে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ৩টার দিকে ক্যাম্পাসে এ মিষ্টি বিতরণ করেন তারা।

এর আগে বেলা ১১টার দিকে ঝাল চত্বরে শেখ হাসিনার রায় শুনানি প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল পর্দায় দেখানোর ব্যবস্থা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। এ সময় সরাসরি রায় দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী তানভীর মন্ডল বলেন, ‘দীর্ঘদিনের বহুল প্রত্যাশিত খুনি হাসিনার রায় হয়েছে। জুলাইয়ের গণহত্যাসহ দীর্ঘ ১৭ বছরের অন্যায়, দুর্নীতি ও নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল খুনি হাসিনা। আজ তার বিরুদ্ধে এক ঐতিহাসিক রায় হয়েছে। এটি আপামর সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশার ছিল। ১৬ শ‘ শহীদের রক্তের বিনিময় আমরা হয়ত কিছুটা স্বাদ পেতে যাচ্ছি। আজকে শুধু রায় হয়েছে কিন্তু আমাদের দাবি, ইন্টারপোলের মাধ্যমে অন্তর্বর্তী সরকার পলাতক শেখ হাসিনাকে দেশে নিয়ে রায়ের ফাঁসি কার্যকর করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো খুনি হাসিনার বিরুদ্ধে যে রায় এসেছে আমরা তাতে খুশি। তবে আমাদের দাবি থাকবে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে যাতে ভারত থেকে হাসিনা ও তার সহযোগীদের দেশে এনে তাদের শাস্তি কার্যকর করে। এতে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা তা কিছুটা হলেও বাস্তবায়িত হবে। পাশাপাশি জুলাই শহীদসহ বাংলাদেশপন্থী যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মা শান্তি পাবে।’