তাহিরপুরে প্রধান নির্বাচন কমিশনারের ভোটকেন্দ্র পরিদর্শন

শুক্রবার বিকেলে তিনি উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়
অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয় |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রধান নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জনে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই আমরা। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

এ সময় তার সাথে অতিরিক্ত নির্বাচন কমিশনার এ কে এম আলী নেওয়াজ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন, সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এদিকে পরিদর্শনকালে প্রধান নির্বাচন কমিশনারসহ স্থানীয় পর্যায়ে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নূরুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদ্দাসির আলম সুবল, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহীদ আলী, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়েছ মিয়া, সহ-সভাপতি লালু মিয়া ও সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।