নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন নাটোর জেলা এবি পার্টির যুগ্ম সদস্য সচিব সহকারী অধ্যাপক মো: মোকছেদুল মোমিন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন উত্তোলনের পর মোকছেদুল মোমিন বলেন, ‘আমি রাজনীতি করি মানবতার জন্য, ক্ষমতার জন্য নয়। তরুণ নেতৃত্বকে সাথে নিয়ে জনস্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করতে চাই। আমার স্বপ্ন— বড়াইগ্রাম-গুরুদাসপুরকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক মডেল এলাকা হিসেবে গড়ে তোলা।’
তিনি আরো বলেন, ‘এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ইনসাফভিত্তিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি।’
এ সময় তার সাথে নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।



