ভারতীয় আধিপত্যবাদবিরোধী অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিল্পবী শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করার দাবিতে সিলেটে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ইনকিলাব মঞ্চ।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের বিপুল পরিমাণ নেতাকর্মী। সড়কে অবস্থান নিয়ে নেতাকর্মীরা ‘উই আর হাদি, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।
অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন শাবিপ্রবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব হীরা আক্তার, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান অনু, রাকিবুল হাসান, নুর নবী হাসান, আরাফাত হোসেন, নয়ন মিয়া, লোকমান মিয়া, যুগ্ম সদস্য সচিব আরিফ হোসাইন, আবরার বিন সেলিম, রুবেল মিয়া, হাসানুজ্জামান রাফি, আশিক রহমান, তাওহীদুল ইসলাম, দফতর সম্পাদক শুয়াইব আহমেদ চৌধুরী, মিডিয়া সম্পাদক রাফসান আহমেদ নাসিম, পাঠচক্রবিষয়ক সম্পাদক আবু নাঈম চৌধুরী, পরিবেশ ও পর্যটন সম্পাদক আবিদ খান মৌ, ক্রীড়া ও ডেভেলপমেন্ট সম্পাদক জুবায়ের রায়হান।
আরো উপস্থিত ছিলেন, সদস্য আলতাফুর রহমান তাসনিম, মোস্তাফিজুর রহমান রায়হান, আদিব খান, মো: আবু ওবাইদা সিদ্দিকী, মো: শাহরিয়ার রশিদ, সাজেদুল কবির শাওন, তাজুল ইসলাম রুপক, আবরার আদিব, নিয়ামুল ইসলাম নিরব, ইশমামুল আমান, মোফাজ্জল আহমেদ শাকিল, মো: রবিউল, শাহরিয়ার নাফিজ, সাইয়েদ মানজির-ই-তাসনিম, আব্দুস শহিদ মুজাহিদ, তাসনিম আল মামুন, মারুফ হাসান তানিম ও এহতেশামুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের শনাক্ত করে দ্রুত বিচার করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
ইনকিলাব মঞ্চের কর্মী বুশরা বলেন, ‘আমার ভাইয়ের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। হাদির খুনিদের বিচার হতেই হবে। সরকারকে তা নিশ্চিত করতে হবে।’



