ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশে আসামি গ্রেফতার করায় বাদিপক্ষের ওপর আসামিপক্ষের লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের বড়ডাংরী গ্রামের আব্দুর রসিদের সাথে প্রতিবেশী দুলাল মিয়ার (৫৫) দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছে। ২০১২ সালের ২৩ মে দুলাল মিয়া ও তার লোকজন আব্দুর রশিদের পরিবারের ওপর হামলা চালিয়ে মারধর করে। ওই সময় আব্দুর রশিদ ও তার স্ত্রী গুলনাহার গুরুত্বর আহত হন। বিষয়টি নিয়ে মামলা হলে দুলাল মিয়া সাজাপ্রাপ্ত হন। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ দুলাল মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে প্রতিপক্ষ দুলাল মিয়ার ছেলে লালন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা রশিদের ছেলে নুরুল আমিন (৩৮) ও তার পরিবারের ওপর হামলা চালায়। ওই সময় তারা বাড়িতে প্রবেশ করে ঘরে ভাঙচুল করে।
ভুক্তভোগী নুরুল আমিন বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ২৬ মামলার সাজা প্রাপ্ত আসামি দুলালকে পুলিশে গ্রেফতার করে নিয়ে গেলে তার ছেলে লালনের নেতৃত্বে একদল লোক আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।’
অভিযুক্ত লালন মিয়া বলেন, ‘রাতে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যায়। পরিবারের তিন নারীকে মারধর করে আহত করেছে। তারা ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি আছে।’
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’