লালপুরে অপহৃত শিশু উদ্ধার, আটক অপহরণকারী

শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
অপহৃত শিশু উদ্ধার
অপহৃত শিশু উদ্ধার |নয়া দিগন্ত

নাটোরের লালপুর থেকে অপহৃত আইয়ান নামে ৩ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। একইসাথে ঘটনায় আমিরুল ইসলাম বাপ্পি (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া থানার একটি টিম লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

এদিকে লালপুর থানার মাধ্যমে আইনি কার্যক্রম শেষে শিশুটিকে পরিবারের হাতে হস্তান্তর করা হয়। এর আগে অপহরণকারী যুবক আমিরুল ইসলাম বাপ্পিকে গ্রেফতার করা হয়। তিনি লালপুর উপজেলার ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত বাপ্পী অপহৃত শিশু আরিয়ানের মা পাকিজা খানমের খালাতো ভাই জুয়েলের বন্ধু। সেই সূত্রে ভুক্তভোগী পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল বাপ্পীর। গত ৯ সেপ্টেম্বর তিনি ভুক্তভোগীর বাড়িতে বেড়াতে যান। পরে ১১ সেপ্টেম্বর সকালে হঠাৎ শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। অপহরণের পর বাপ্পি পরিবারের কাছে কল করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ঘটনার পর শিশুটির মা পাকিজা খানম কোটালীপাড়া থানায় একটি অপহরণ মামলা করলে পুলিশ অভিযান শুরু করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।