সিলেটে দুদক চেয়ারম্যান

গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে মূল হুইসেল ব্লোয়ার

‘গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে মূল হুইসেল ব্লোয়ার। আমরা অনেক দুর্নীতির খবর গণমাধ্যম থেকে জানতে পারি। সাংবাদিকরা সচেতন থাকলে সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে যেকোনো ধরনের দুর্নীতি কমে আসবে।’

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে দুদক চেয়ারম্যান
সিলেটে দুদক চেয়ারম্যান |নয়া দিগন্ত

দুর্নীতি দমন কমিশনের(দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে মূল হুইসেল ব্লোয়ার। আমরা অনেক দুর্নীতির খবর গণমাধ্যম থেকে জানতে পারি। সাংবাদিকরা সচেতন থাকলে সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে যেকোনো ধরনের দুর্নীতি কমে আসবে।’

রোববার (২৩ নভেম্বর) সিলেটের আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতিকে আমরা নিয়ম বানিয়ে অভ্যস্ত হয়ে পড়ছি। দুর্নীতিকে নিয়ম মনে করার এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমাদের ছেলে-মেয়েরা সচেতন। তারা কোনো একদিন বাড়তি আয় সম্পর্কে প্রশ্ন করলে জবার দেয়ার সুযোগ থাকবে না। আমরা কেউই নিজ সন্তানের কাছে মাথা নিচু করে থাকতে চাই না।’

নির্বাচনী হলফনামায় সম্পদ বিবরণী কারচুপির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অসৎ লোককে নির্বাচন করতে দিতে চাই না। অসৎ লোকই কেবল হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে থাকে। সৎ লোক নির্বাচিত করলে অনিয়ম, দুর্নীতি অনেকাংশে কমে আসবে। এসময় তিনি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’

দুদক স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বা আমার কমিশনের ওপর কারো চাপ নেই। আমরা চাপমুক্তভাবে কাজ করছি। দুর্নীতিগ্রস্থ ব্যক্তি যে দল বা মতাদর্শেরই হোক না কেন দুদকের শিডিউল অনুযায়ী অভিযুক্ত হলেই তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, মহাপরিচালক মো: আকতার হোসেনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।