যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িরতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি শাখা।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর মুক্তমঞ্চে এসে সমাবেশ মিলিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: ইউসুফ।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: মাঈনুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো: আব্দুল মান্নান প্রমুখ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় তারা ইসরাইলি পণ্য বর্জন করে ইসরাইলকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে বিশ্ববাসীকে আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো: অলিউর রহমান, জামায়াতের সদর উপজেলা সভাপতি মো: ইলিয়াসসহ জামায়াত ও ছাত্রশিবিরের জেলা ও সদর উপজেলার নেতাকর্মীরা।