কোটালীপাড়ায় সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রনী আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

Location :

Gopalganj
বর্ণাঢ্য র‌্যালি বের করে নেতাকর্মীরা
বর্ণাঢ্য র‌্যালি বের করে নেতাকর্মীরা |নয়া দিগন্ত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

দলীয় নেতাকর্মীরা জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে তারা দলকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুধু আনুষ্ঠানিকতা নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেও ভিন্নধর্মী কর্মসূচি নেয়া হবে। এর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোটালীপাড়া উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব আলী খান বলেন, ‘সেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয় বরং সমাজ সেবা, পরিবেশ রক্ষা ও উন্নয়নমূলক কাজে এগিয়ে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি।’

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।