গাজীপুরের গাছা থানাধীন শরিফপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হালিম মণ্ডল নিহতের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে স্থানীয় মালেকের বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
প্রথমে মানববন্ধনে এলাকাবাসী হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানান। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে শরিফপুর ও আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় বক্তব্যে গাছা থানা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুস সামাদ বলেন, ‘হালিম হত্যায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় না আনলে আরো কঠোর আন্দোলনে নামবেন তারা। মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে নারী-পুরুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হালিম মন্ডল নিহত হয়।



