শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘেরে বজ্রপাতে সুভাষ মণ্ডল (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সুভাষ মণ্ডল পাশের কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ মণ্ডলের ছেলে।
ওই ঘেরের পাশের বাড়ির আনছার উদ্দীন জানান, প্রতিদিনের মতো মৎস্য ঘেরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ূন কবির মোল্লা জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।